Posts

Showing posts from March, 2020

সোনার বাংলা গড়তে দরকার ত্যাগী মানুষ

Image
`জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সমৃদ্ধ সোনার বাংলার স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন বাস্তবায়নের জন্যে দরকার ত্যাগী মানুষ। কোয়ান্টাম ফাউন্ডেশনের স্বেচ্ছা রক্তদাতারা হলেন এমনই ত্যাগী মানুষ। রক্ত দিয়ে মানুষের জীবন রক্ষা করা—এমন ত্যাগের সুযোগ সবার হয় না। ইতোমধ্যে জেনেছি, গত ২০ বছরে কোয়ান্টাম ফাউন্ডেশন ১১ লক্ষাধিক ইউনিট রক্ত সরবরাহের কাজ করেছে। ২০১৯-এ সারাবছরে তাদের সরবরাহ ছিল ১ লক্ষ ১৪ হাজার ইউনিট। অর্থাৎ দেশের চাহিদার সাত ভাগের একভাগ। এ অর্জনের জন্যে আমরা সরকারের মন্ত্রী পরিষদ বিভাগের পক্ষ থেকে স্বেচ্ছা রক্তদাতাদের অভিনন্দন জানাচ্ছি।’ ২৬ ফেব্রুয়ারি ২০২০ কোয়ান্টাম ফাউন্ডেশন স্বেচ্ছা রক্তদান কার্যক্রম আয়োজিত ১৫৬ তম শত আজীবন রক্তদাতা সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মন্ত্রীপরিষদ বিভাগের মাননীয় সচিব (সমন্বয় ও সংস্কার) জনাব শেখ মুজিবুর রহমান এনডিসি। ন্যূনতম তিন বার রক্তদান করেছেন এমন ১৩৫ জন ডোনারকে সম্মাননা সার্টিফিকেট, আইডি কার্ড ও ক্রেস্ট প্রদান করা হয় এ অনুষ্ঠানে। এছাড়াও ১০ বার রক্তদান করেছেন এমন পাঁচ জনকে ...

Blood Donation Program on eve of Victory Day by Quantum Meditation Society, Paris

Image
Once again Quantum Meditation Society Paris organized a day-long voluntary blood donation program on December 16, 2019 in the renowned Bichat-Claude Bernard Hospital , Paris. Twenty-five donors donated blood in the event in remembrance of the freedom fighters and martyrs of our Liberation War. Quantum Foundation remembers their contribution with sincere gratefulness. It is to be noted that, Quantum Meditation Society Paris completed its first year with the event.  Considering the efforts and enthusiasm, Bichat-Claude Bernard Hospital has registered Quantum Meditation Society Paris as a voluntary blood donation organization and vowed to extend its full cooperation. Since the first blood camp on December 17, 2018 on eve of the Victory Day of Bangladesh, now blood camps are being organized here regularly.

Blood Donation Program on eve of Mother Language Day by Quantum Meditation Society, Paris

Image
Once again Quantum Meditation Society Paris organized a day-long voluntary blood donation program on Monday February 24, 2019 in the renowned Bichat-Claude Bernard Hospital , Paris. Twenty-four donors donated blood in the event that continued from 10am to 4pm in remembrance of the martyrs of our Language Movement. Quantum Foundation remembers their contribution with sincere gratefulness. It is to be noted that, considering the efforts and enthusiasm, Bichat-Claude Bernard Hospital has registered Quantum Meditation Society Paris as a voluntary blood donation organization and vowed to extend its full cooperation. Since the first blood camp on December 17, 2018 on eve of the Victory Day of Bangladesh, now blood camps are being organized here regularly.