দুঃসময়ের জন্যে রক্ত সঞ্চয় করুন

http://blood.quantummethod.org.bd/detail/f1cdc1da-946e-11e5-9997-6a7b7b81a424?view=detail

০০০ সালে আমাদের দেশে প্রয়োজনীয় রক্তের ৪৭%-ই আসত পেশাদার রক্তদাতাদের কাছ থেকে।
০১১ সালে তা কমে আসে ২০-২৫% এ। আর ২০১৭ সালে তা এসে দাঁড়ায় মাত্র শতকরা ১২ ভাগে।
সম্মানিত স্বেচ্ছা রক্তদাতা, আপনাকে অভিনন্দন। আপনার জন্যেই এটা সম্ভব হয়েছে।

কৃতজ্ঞ হয়েছি আমরাও, কিছুটা হলেও এ অবদানে অংশ নিতে পেরে। ২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রায় দুই দশকের যাত্রায় কোয়ান্টাম গড়েছে ৩ লক্ষ ৪৮ হাজার স্বেচ্ছা রক্তদাতার সুসংগঠিত ডোনার পুল। যাদের অর্ধ লক্ষাধিকই নিয়মিত রক্তদাতা, অঙ্গীকার করেছেন আজীবন রক্তদানে। জীবন বাঁচানোর জন্যে এ পর্যন্ত আমরা দিয়েছি ১০ লক্ষ ৬৭ হাজার ব্যাগ রক্ত ও রক্ত উপাদান। আর বছরে দিচ্ছি ১ লক্ষেরও বেশি ব্যাগ।

পরম প্রভুর কাছে শুকরিয়া! শুকরিয়া আপনাদের কাছে। আপনাদের সহযোগিতায়ই সম্ভব হয়েছে এ সাফল্য।

Comments

Popular posts from this blog

All You Need is a Big Heart to do Good for Others

Quantum Voluntary Blood Donation Program awarded by Ministry of Health and World Health Organization

Blood camp at Bangladesh Development Bank Limited on Victory Day