দুঃসময়ের জন্যে রক্ত সঞ্চয় করুন
২০০০ সালে আমাদের দেশে প্রয়োজনীয় রক্তের ৪৭%-ই আসত পেশাদার রক্তদাতাদের কাছ থেকে।
২০১১ সালে তা কমে আসে ২০-২৫% এ। আর ২০১৭ সালে তা এসে দাঁড়ায় মাত্র শতকরা ১২ ভাগে।
সম্মানিত স্বেচ্ছা রক্তদাতা, আপনাকে অভিনন্দন। আপনার জন্যেই এটা সম্ভব হয়েছে।
কৃতজ্ঞ হয়েছি আমরাও, কিছুটা হলেও এ অবদানে অংশ নিতে পেরে। ২০০০ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রায় দুই দশকের যাত্রায় কোয়ান্টাম গড়েছে ৩ লক্ষ ৪৮ হাজার স্বেচ্ছা রক্তদাতার সুসংগঠিত ডোনার পুল। যাদের অর্ধ লক্ষাধিকই নিয়মিত রক্তদাতা, অঙ্গীকার করেছেন আজীবন রক্তদানে। জীবন বাঁচানোর জন্যে এ পর্যন্ত আমরা দিয়েছি ১০ লক্ষ ৬৭ হাজার ব্যাগ রক্ত ও রক্ত উপাদান। আর বছরে দিচ্ছি ১ লক্ষেরও বেশি ব্যাগ।
পরম প্রভুর কাছে শুকরিয়া! শুকরিয়া আপনাদের কাছে। আপনাদের সহযোগিতায়ই সম্ভব হয়েছে এ সাফল্য।
Comments
Post a Comment