রক্তদান -বেঁচেছে লক্ষ প্রাণ
রক্তদান -বেঁচেছে লক্ষ প্রাণ
কোয়ান্টাম
স্বেচ্ছা রক্তদান কার্যক্রম এখন দেশের সবচেয়ে নির্ভরযোগ্য রক্তদান
কেন্দ্রের নাম। বছরে লক্ষ ব্যাগ সরবরাহ হয় এখন কোয়ান্টাম ল্যাব থেকে। ২০০০
সালে প্রতিষ্ঠার পর এ পর্যন্ত প্রায় ১০ লক্ষ ব্যাগ রক্ত ও রক্ত উপাদান দিয়ে
কোয়ান্টাম বাঁচাতে সাহায্য করেছে অসংখ্য মুমূর্ষের জীবন। এ কার্যক্রমের
ওপরই একটি প্রামাণ্যচিত্র কোয়ান্টাম বেঁচেছে লক্ষ প্রাণ। নির্মাণ করেছেন
প্রখ্যাত তথ্যচিত্র নির্মাতা তাসবিউল ইসলাম।
Comments
Post a Comment